কল্পকাহিনীর মতো শোনালেও সম্প্রতি গবেষকরা উদ্ভাবন করে দেখিয়েছেন টি-শার্টও মোবাইল চার্জ করতে পারে। গবেষকদের মতে, উচ্চমাত্রার শব্দ শোষণ করতে পারে টি-শার্ট এরপর সেই শব্দশক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে মোবাইল চার্জ করতে পারে। এজন্য শব্দ যতো জোরে হবে মোবাইল ফোনটি ততো বেশি চার্জ হবে। আর সম্প্রতি এমনই টি-শার্ট তৈরি করেছেন টেলিকম জায়ান্ট অরেঞ্জ-এর উদ্ভাবকরা। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
টেলিকম জায়ান্ট অরেঞ্জ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, যখন কোথাও উচ্চস্বরে ব্যান্ড পার্টি বা কনসার্ট হবে তখন চাইলেই টি-শার্ট থেকেই দ্রুত মোবাইল চার্জ করিয়ে নেয়া সম্ভব। এজন্য স্রেফ টি শার্টের সঙ্গে মোবাইলের প্লাগটি জুড়ে দিলেই দ্রুত চার্জ হয়ে যাবে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শব্দ থেকে মোবাইল চার্জ করতে পারে এমন টি-শার্ট তৈরিতে গবেষকরা এ ৪ সাইজের পিজোইলেকট্রিক ফিল্ম ব্যবহার করেছেন যা শব্দতরঙ্গ শোষণ করে।
গবেষকরা জানিয়েছেন, কনসার্টে বাস ফ্রিকোয়েন্সি এবং অন্যান্য বাদ্যের আওয়াজে সবচেয়ে দ্রুত চার্জ হয় এই টি-শার্ট।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/জুন ২১/১১
0 comments:
Post a Comment