ব্যুরো রিপোর্ট,এবিপি আনন্দ
Thursday, 13 September 2012 09:36
সানফ্রান্সিসকোঃ অপেক্ষার অবসান৷ নাগালে মোবাইল প্রযুক্তির নবতম বিস্ময়-আইফোন ফাইভ......
বুধবার সানফ্রান্সিসকোয় আত্মপ্রকাশ করল অ্যাপলের এই নতুন অবতার৷ স্টিভ জোবসের মস্তিষ্কপ্রসূত অ্যাপল আই ফোন এখন সাবালক৷ স্রষ্টা আজ আর নেই৷ কিন্তু সৃষ্টি পরম্পরা এগিয়ে চলছে নিজস্ব ছন্দেই৷ অ্যাপেলে জোবস উত্তরসূরি টিম কুকের তত্ত্বাবধানে বাজারে এল আইফোন ফাইভ৷
কিন্তু কেন এত আগ্রহ আইফোনের এই নবতম সংস্করণ ঘিরে? কী আছে আইফোন-ফাইভে? অ্যাপেল সূত্রে জানা গিয়েছে, অন্য আইফোনগুলির থেকে আই ফোন ফাইভের স্ক্রিনের আকার অনেকটাই বড়৷ থাকছে ৪ ইঞ্চি ডিসপ্লে৷ প্রযুক্তিগত দিক থেকেও আরও আধুনিক এই আই ফোন ফাইভ৷ যাতে থাকছে ৪জি প্রযুক্তি৷ যার ফলে ফাইল শেয়ারিং ও ভিডিও স্ট্রিমিং আরও দ্রুততার সঙ্গে করা যাবে৷
আই ফোন ফাইভে থাকছে অত্যাধুনিক এ-৬ চিপ৷ এর ফলে দ্রুততার সঙ্গে কাজ করবে ফোন৷ পাশাপাশি, বাড়বে ব্যাটারির আয়ুও৷ অ্যাপলের দাবি, নতুন এই আইফোন ব্যবহারকারীরা ৮ ঘণ্টা ফোর জি ব্রাউসিংয়ের সুবিধা পাবেন৷ এইট মেগা পিক্সেল ক্যামেরায় থাকছে নতুন প্যানোরোমা মুড৷ পাশপাশি, ফেস টাইম, এয়ার প্লে-র মতো যাবতীয় অত্যাধুনিক অ্যাপ্লিকেশন ধরা রয়েছে আই ফোন ফাইভের মুঠোয়৷
অ্যাপল কর্তৃপক্ষের দাবি, জনপ্রিয়তায় আইফোনের নয়া এই বিস্ময় ছাপিয়ে যাবে অন্যান্য আইফোনগুলিকে৷ অ্যাপেলের নয়া সেনশেনের স্বাদ নিতে এখন অপেক্ষার পালা৷
এর খুঁটিনাটি বোঝাতে গিয়ে সংস্থার বিপণন বিভাগের কর্তা ফিল শিলার বললেন, “এটাই আমাদের তৈরি সেরা ফোন। এত ছোট, অথচ এত কাজের একটা জিনিস কেউ বানাক দেখি!” কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় এ বারের আইফোন তার আগের সংস্করণ ‘আইফোন ৪এস’-এর চেয়েও হাল্কা, পাতলা, লম্বাও বটে। ভারতে আইফোন-৫ অবশ্য নভেম্বরের শেষ অর্ধের আগে আসবে না বলেই খবর।
0 comments:
Post a Comment