আমরা অনেক সময় বিভিন্ন সাইটে ঢুকার আগে সন্দেহে থাকি কোন মালওয়ার,স্পাইওয়ার কিংবা অন্য কোন ক্ষতিকর ভাইরাস আছে কিন সাইটে। আবার অনেক সময় কিছু কিছু সাইটে ঢোকার সাথে সাথে আমাদের পিসিতে ভাইরাস এটার্ক করে ফেলে। তাই সন্দেহ জনক সাইটে ঢোকার আগেই জেনে নিন ঐ সাইটে ভাইরাস আছে কিনা।
ভাইরাস যাচাই করতে প্রথমে নিচের সাইটে প্রবেশ করুনঃ
পরবর্তি ধাপঃ
০১।Insert website to analyze বারে আপনার কাঙ্খিত সাইটের এড্রেস দিন এবং Scan Now বাটনে চাপ দিন।
ভাইরাস যাচাই করতে প্রথমে নিচের সাইটে প্রবেশ করুনঃ
Code:
http://urlvoid.com/
পরবর্তি ধাপঃ
০২।Status দেখুন ক্লিন বলছে এবং সবুজ বাতি জ্বলে আছে। তার মানে সাইটটি নিরাপদ। আর ভাইরাস থাকলে দেখাতো লাল রঙের লেখায় DETECTED...
০৩।
সুতরাং বন্ধুরা নিরাপদ থাকুন
0 comments:
Post a Comment