আপনার নকিয়া স্মার্টফোনটির স্পিড বাড়িয়ে নিন।


একটি সহজ উপায় খুঁজে বের করলাম আমার ফোনের জন্য। আমি ত এন ৭৩ ব্যবহার করছি অনেকদিন হল। মাঝে মাঝে এস৬০ ফোনগুলো খুবই স্লো হয়ে যায়। যেমন কোন ফোল্ডার খুলতেই ১০ সেকেন্ডের মত লাগে ইত্যাদি। এখন আমি যে পদ্ধতি দেখাব তা অনুসরন করলে আপনি তাৎক্ষনিক স্পিড বাড়াতে পারেন। আগেই বলি এটা অবিশ্বাস্য রকমের সহজ। তাই পছন্দ নাহলে ভেগে যাবেন না। শেষ পর্যন্ত করে দেখুন কাজ হতে পরে। কাজের কথা শুরু ***** কাঠিন্য- নবীশ; সময় ৫ মিনিট ১. সেটিংস এ গিয়ে আপনার ফোনের তারিখ পিছিয়ে দিন 01/5/2005 ২. এবার ক্যালেন্ডার এ যান ৩. এবার আপনাকে দুটো to-do তৈরি করতে হবে। (Options > New entry > To-do) প্রথম to-do তে লিখুন Subject: Speed Due date: 04.08.2005 Priority: High লেখা হলে done চাপুন, একটা হল; এবার- দ্বিতীয় to-do তে লিখুন Subject: Qoukie Due date: 04.08.2005 Priority: Low লেখা হলে done চাপুন, তবে ক্যালেন্ডার থেকে এখনই বের হবেন না। ৪. এবার Choose: Options > To-do view, দেখবেন এইমাত্র বানানো দুটো to-do দেখাচ্ছে ৫. প্রখমে “Speed” নামের to-do টাকে{Option এ গিয়ে} mark as done, এরপর “Qoukie” নামের to-do টাকে mark as done করুন. ৬. এবার ক্যালেন্ডার থেকে বেরিয়ে আসুন। ৭. তারিখ ঠিক করে নিন ৬. অবশেষে একটি আগের চেয়ে দ্রুতগতির ফোন এনজয় করুন। এই ট্রিকসটি পাগলা মনে হলেও কাজ করে। ভাল করে খেয়াল করুন গতি বৃদ্ধি পেয়েছে কতটুকো। এই লেখাটি আমার মোবাইল ব্লগে প্রকাশিত, কোন ধাপ বুঝতে অসুবিধে হলে ইংরেজিতে দেখে নিতে পারেন How to increase S60/V2/V3 Mobile speed? Simple Tricks সমস্ত সিমবিয়ান সাপোর্ট করার কথা। টেস্ট করা হয়েছে—- N73 N97 N95 N85 N78 E63 E66 E71 & 75 N82

Share on Google Plus

About dadasdasdas

My name is Subha. I’m interested in computer science, music and literature. Computers first appeared in my life when I was fifteen. Then I had got my first computer. I remember myself thinking, that it was the best thing in the world. I was playing it whenever I could but some time later, I noticed that I could do a lot more things with the computer, for example programming. So, I have started my graduation in Computer. Later i have decided that I can spread my knowledge among peoples. So, I have started blogging.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: