স্মার্টফোনের লড়াইয়ে পিছিয়ে পড়েছে নকিয়া। এজন্য উইন্ডোজ ফোনের প্রীতিকেই দুষছেন বিশ্লেষকেরা। অ্যানড্রইড সিস্টেমকে উপেক্ষা করে উইন্ডোজভিত্তিক স্মার্টফোন তৈরিতে নকিয়া এখনও অনড়। আর এ বিষয়ে সাফ কথা জানিয়ে দিলেন নকিয়ার সিইও স্টিফেন ইলোপ।
নকিয়া স্মার্টফোন উইন্ডোজ-৮ নিয়ে তাই নকিয়া কোনোভাবেই পিছিয়ে আসছে না। অ্যানড্রইড, অ্যাপল আর উইন্ডোজ ফোনের লড়াইয়ে নকিয়া উইন্ডোজের সঙ্গেই আপস করেছে। তাই লড়াইটাও সুস্পষ্ট। বিশ্ববাজারে উইন্ডোজভিত্তিক নকিয়া স্মার্টফোনের আর্বিভাব হলেই এ লড়াইয়ের চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এমন কথাই বলেছেন নকিয়ার সিইও স্টিফেন ইলোপ।
এ মুহূর্তে নকিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে ধরে রেখেছে। তবে স্মার্টফোনের বাজার প্রতিযোগিতায় একেবারেই পিছিয়ে পড়েছে নকিয়া।
এ ছাড়াও অ্যানড্রইডভিত্তিক অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোনের দাপটে নকিয়া এ বাজার থেকে ছিটকে পড়েছে। তাই উইন্ডোজভিত্তিক স্মার্টফোন দিয়ে হারানো বাজার ফিরে পেতে নকিয়া এখনও অটল।
নকিয়া স্মার্টফোন উইন্ডোজ-৮ নিয়ে তাই নকিয়া কোনোভাবেই পিছিয়ে আসছে না। অ্যানড্রইড, অ্যাপল আর উইন্ডোজ ফোনের লড়াইয়ে নকিয়া উইন্ডোজের সঙ্গেই আপস করেছে। তাই লড়াইটাও সুস্পষ্ট। বিশ্ববাজারে উইন্ডোজভিত্তিক নকিয়া স্মার্টফোনের আর্বিভাব হলেই এ লড়াইয়ের চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এমন কথাই বলেছেন নকিয়ার সিইও স্টিফেন ইলোপ।
এ মুহূর্তে নকিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে ধরে রেখেছে। তবে স্মার্টফোনের বাজার প্রতিযোগিতায় একেবারেই পিছিয়ে পড়েছে নকিয়া।
এ ছাড়াও অ্যানড্রইডভিত্তিক অ্যাপল এবং স্যামসাং স্মার্টফোনের দাপটে নকিয়া এ বাজার থেকে ছিটকে পড়েছে। তাই উইন্ডোজভিত্তিক স্মার্টফোন দিয়ে হারানো বাজার ফিরে পেতে নকিয়া এখনও অটল।
0 comments:
Post a Comment