আপনার ফেসবুকের নিরাপত্তা কতখানি তা জেনে নিন এখান থেকে। প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করুণ
http://www.facebook.com/update_security_...src=netego
যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তাব্যবস্থা সবল হয়, তাহলে Strong (সবুজ রং চিহ্নিত) লেখা থাকবে। যদি নিরাপত্তাব্যবস্থা দুর্বল হয়, তাহলে low (লাল রং চিহ্নিত) লেখা থাকবে।
আপনার নিরাপত্তা ব্যবস্থা যদি দূর্বল হয় তবে নিচের কাজগুলি করুণ।
এ রকম নিরাপত্তাব্যবস্থা সবল করার জন্য আপনাকে তিনটি অপশন দেওয়া হবে।
প্রথম অপশন থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টে একাধিক মেইল যোগ করবেন।
দ্বিতীয় অপশনে ফেসবুক অ্যাকাউন্টে আপনার মুঠোফোন নম্বর যোগ করতে হবে।
তৃতীয় অপশনে নিরাপত্তা প্রশ্ন যোগ করুন।
ব্যাস হয়ে গেল
এইবার আপনি ও সবুজ বাতির দলে চলে এসেছেন।
0 comments:
Post a Comment