ইন্টারনেট চলাকালিন, অনেক সময় ব্রাউজারে পেইজ লোডের সময় " DNS errors or 404 errors" দেখায়। কানেকশনটি আবার চালু করলে সমস্যা ঠিক হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটি বার বার দেখাতে থাকে। এর একমাত্র কারন আপনার ব্রাউজার অথবা কানেকশনের DNS Cache Poisoning... অনেক দিন ব্রাউজার অথবা কানেকশনে অযথা এন্ট্রি পরে এই সমস্যা দেখা দেয়।
এবার আসুন আমরা এই সমস্যা থেকে কিভাবে সহজে মুক্তি পেতে পারি সেই উপায় দেখি। মানে হচ্ছে DNS ফ্ল্যাস করার উপায়ঃ
Step 1 – কম্পিউটারের সব ব্রাউজার এবং এপ্লিকেশন বন্ধ করুন।
Step 2 – উইন্ডোজের “Start” menu তে গিয়ে সার্চ টেক্সট ফিল্ডে “cmd” লিখে ইন্টার বাটনে চাপ দিন।
Step 3 – এবার আপনি একটা কালো উইন্ডো পাবেন, সেখানে “ipconfig /flushdns” লিখে ইন্টার বাটন চাপ দিন। কিছুক্ষনের ভিতরে আপনাকে “Successfully flushed the DNS Resolver Cache.” নামের ম্যসেজ দেখাবে।
নমুনাঃ
ব্যাস আপনার কানেকশন থেকে অযথা এন্ট্রি রিমুভ হয়ে গেলো।
এবার আপনি আবার নতুন কানেকশনের মতই স্পিড এবং সার্ভিস পাবেন।
--- ধন্যবাদ সবাইকে --
এবার আসুন আমরা এই সমস্যা থেকে কিভাবে সহজে মুক্তি পেতে পারি সেই উপায় দেখি। মানে হচ্ছে DNS ফ্ল্যাস করার উপায়ঃ
Step 1 – কম্পিউটারের সব ব্রাউজার এবং এপ্লিকেশন বন্ধ করুন।
Step 2 – উইন্ডোজের “Start” menu তে গিয়ে সার্চ টেক্সট ফিল্ডে “cmd” লিখে ইন্টার বাটনে চাপ দিন।
Step 3 – এবার আপনি একটা কালো উইন্ডো পাবেন, সেখানে “ipconfig /flushdns” লিখে ইন্টার বাটন চাপ দিন। কিছুক্ষনের ভিতরে আপনাকে “Successfully flushed the DNS Resolver Cache.” নামের ম্যসেজ দেখাবে।
নমুনাঃ
ব্যাস আপনার কানেকশন থেকে অযথা এন্ট্রি রিমুভ হয়ে গেলো।
এবার আপনি আবার নতুন কানেকশনের মতই স্পিড এবং সার্ভিস পাবেন।
--- ধন্যবাদ সবাইকে --
0 comments:
Post a Comment