সিস্টেম শাটডাউনের যন্ত্রণা? আর না, আর না !!!



system shutdown warning error সিস্টেম শাটডাউনের যন্ত্রণা? আর না,  আর না !!!! | Techtunes আমাদের কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে এমন ইউজার কমই আছেন যারা সিসটেম শাটডাউনের  যন্ত্রণায় অতিষ্ট। এমন যদি কেউ থেকে থাকেন তাহলে তাদের জন্যই আমার আজকের এই টিউনটি।
সিসটেম শাটডাউন সাধারণত ঘটে থাকে রুট ফোল্ডারের কোন ফাইল ক্রপট হলে। এটা আসলে সাধারণ যে মেসেজ দেখায় তা হলো “This system is shutting down. Please save all………” এবং ৩০ সেকেন্ড সময় দেয়। ভাইরাজ জনিত কারণে সিসটেম শাটডাউন হতে পারে। তবে এখন আমি আপনাদের কাছে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো সিসটেম শাটডাউন থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়।
এটার থেকে মুক্তি পেতে হলে, Start Menu -> Run এ গিয়ে Shutdown -a লিখে এন্টার দিন। ব্যাস দেখবেন আপনার সিসটেম শাটডাউন আর নেই।
যদিও বিষয়টা অতি ক্ষুদ্র সুতরাং অনেকেরই জানা থাকতে পারে। তারপরেও যদি ভালো লাগে কমেন্ট করবেন।


Share on Google Plus

About dadasdasdas

My name is Subha. I’m interested in computer science, music and literature. Computers first appeared in my life when I was fifteen. Then I had got my first computer. I remember myself thinking, that it was the best thing in the world. I was playing it whenever I could but some time later, I noticed that I could do a lot more things with the computer, for example programming. So, I have started my graduation in Computer. Later i have decided that I can spread my knowledge among peoples. So, I have started blogging.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: