নোটপ্যাড দিয়ে আপনার My Computer Properties এ পছন্দের ছবি যুক্ত করুন, দারুন মজার


সবাই কে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নোটপ্যাড ট্রিকস্ এর টিউনে। আসা করছি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের এমন একটি টিপস্ দিব যাতে করে আপনি আপনার My Computer Properties এ ছবি যুক্ত করতে পারবেন। আসা করছি এধরনের ছোট-মটো মজার ট্রিকস্ আপনাদের ভাল লাগবে। তাহলে শুরু করা যাক…
প্রথমে নোটপ্যাড Open করুন এবং নিম্নের কোডটি Paste করুন।
[General]
Manufacturer=Your Name Here
[Support Information]
Line1=Your Name Here
Line2=Your Address Here
Line3=Your Email Address Here
@lmas II
এখন File > Save As… এ গিয়ে File name: OEMINFO.INI লিখে Save করুন এবং আপনার পছন্দের ছবি যেটিকে আপনি ব্যহার করতে চান, সেটিকে Oemlogo নাম দিয়ে .bmp তে Save করুন। মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন .bmp ফরমেটে থাকে।
এবার OEMINFO.INI এবং Oemlogo.bmp দুইটি ফাইল C:\WINDOWS\system32 তে পেষ্ট করে দিন। এখন My Computer Properties এ ক্লিক করলেই আপনার কাঙ্খিত ছবিটি নিম্নের চিত্রর মত দেখতে পারবেন।
মনে রাখবেন আপনার পছন্দের ছবিটি যেন 180 x120 pixels এর মধ্যে হয়।
আসা করি আমার এই ছোট্ট টিউনটি আপনাদের ভাল লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।
Share on Google Plus

About dadasdasdas

My name is Subha. I’m interested in computer science, music and literature. Computers first appeared in my life when I was fifteen. Then I had got my first computer. I remember myself thinking, that it was the best thing in the world. I was playing it whenever I could but some time later, I noticed that I could do a lot more things with the computer, for example programming. So, I have started my graduation in Computer. Later i have decided that I can spread my knowledge among peoples. So, I have started blogging.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: